আইরিশদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আরো একটি সফলতা এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয়ের পর শুক্রবার (২৯ জুন) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও ৪ উইকেটে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টাইগ্রেসরা।এই ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। ক্রিজে ছিলেন সানজিদা ইসলাম আর জাহানারা আলম।স্ট্রাইকে এসে ওভার বাউন্ডারি হাঁকান সানজিদা।আর তাতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ।ডাবলিনে শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।জবাবে ব্যাট করতে নেমে শামিমা সুলতানার ৫১ রান ও ফারজানা হকের ৩৬ রানে ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।আর তাতেই ২-০ তে সিরিজ জয়ের স্বাদ পান সালমা-রুমানারা।

আয়ারল্যান্ডের সঙ্গে কি পারবে মেয়েরা? এমন চিন্তা ছিল আগের ম্যাচে।এই ম্যাচের শুরুটা ছিল দারুণ।তবে শেষদিকে ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপাকে পড়ে বাংলাদেশ।সপ্তম উইকেটে ৯ বলে ১ ছক্কায় ১১ রান তুলে কাঙ্ক্ষিত জয় এনে দেন সানজিদা ইসলাম।এর আগে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২১ রানে আয়েশা রহমান ৭ রান করে আউট হন।এরপর দলের হাল ধরেন শামিমা সুলতানা আর ফারজানা হক।দ্বিতীয় জুটিতে দুজন মিলে যোগ করেন ৭৫ রান। এরপর দলীয় ৯৬ রানে ৪৯ বলে ৯ বাউন্ডারিত ব্যক্তিগত ৫১ রান করে শামিমা আউট হন।৮ রানের রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা হক।৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।

Leave a Reply

Developed by: TechLoge

x