ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকিব নেই একাদশে!
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ‘অলিখিত সেমিফাইনালে’ টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।এই ম্যাচে নেই সাকিব আল হাসান।আঙুলের পুরানো চোট ফিরে আসায় খেলছেন না এই শীর্ষ অলরাউন্ডার।দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।সাকিব ছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু।শান্তর জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার।আর সাকিবের বদলে একাদশে মুমিনুল হক।রুবেল হোসেন এসেছেন অপুর জায়গায়।
আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে আগের ম্যাচে নাটকীয় জয়ের উল্লাস করে বাংলাদেশ। এবার তারা এশিয়া কাপে তৃতীয়বার ফাইনালে ওঠার আনন্দে মাততে চায়। এই লক্ষ্যে বুধবার আবুধাবিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন মাশরাফি মুর্তজারা।
বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক),লিটন দাস,সৌম্য সরকার,মোহাম্মদ মিঠুন,মুশফিকুর রহিম, মুমিনুল হক,ইমরুল কায়েস,মাহমুদউল্লাহ,মেহেদী হাসান মিরাজ,রুবেল হোসেন,মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক,ফখর জামান,বাবর আজম,শোয়েব মালিক,আসিফ আলী,শাদাব খান,মোহাম্মদ নওয়াজ,হাসান আলী,জুনাইদ খান,শাহীন শাহ আফ্রিদি।