টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বুধবার দুপুরে এই ম্যাচ মাঠে গড়াবে।এর আগে প্রথম ওয়ানডেতে জয় নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টানা ১১ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের বৃত্তে থাকা মাসাকাদজরা।