সংসদে জিন্নাত, পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

ডেইলিইউকেবাংলা নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় সংসদে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন।সংসদের নিজ কার্যালয়ের প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎও দেন।এ সময় তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী।এদিকে জিনাত আলি সংসদে আসার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ চৈ পড়ে যায়।তিনি যেখানেই যাচ্ছিলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরছিলেন।তাকে এক নজর দেখতে ভিড় করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী,সংসদ সদস্যরাও।জিন্নাত আলী যখন সংসদ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সংসদে প্রবেশের গেটে তাকে মাথা নিচু করে বের হতে দেখা যায়।তার সঙ্গে ছবি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়।

শুধু তাই নয়,জিন্নাত যখন সংসদের ক্যান্টিনে যান তখন অন্যান্য দর্শণার্থীদের সঙ্গে সংসদ সদস্যরাও ভিড় করেন তাকে দেখার জন্য।জিন্নাতের সঙ্গে ছবি তোলার পর জুনাইদ আহমেদ পলক বলেন,জিন্নাত একটু অসুস্থ।আমি তাকে কিছু আর্থিক সহায়তা করলাম।প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।প্রধানমন্ত্রী বিনামূলে জিন্নাতের চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।তার জন্য একটি বাড়ি করে দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার-৩ আসনের এমপি সায়মুম সরোয়ার বলেন,জিন্নাত আলী নানা রোগে ভুগছেন।চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন।এছাড়া প্রধানমন্ত্রী তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।প্রধানমন্ত্রী তার উপযোগী করে একটি বাড়ি করে দেয়ারও আশ্বাস দিয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী,বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেন।তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি।তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন।২০০৯ সালের সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তির স্বীকৃতি দেয়।তবে কশেনের চাইতে তিন ইঞ্চি লম্বা ২২ বছর বয়সী জিন্নাত আলী।১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি।ফলে স্বাভাবিক কাজকর্ম থেকেও সরে আসতে হয় তাকে।লম্বা দেহটা নিয়ে খুব একটা স্বস্তিও বোধ করেন না তিনি।জানা যায়,বিশ্বের সবচেয়ে এই লম্বা ব্যক্তি,তবে তার এই দৈর্ঘ্য মোটেও স্বাভাবিক নয়।হরমোনজনিত সমস্যায় আছেন বিপাকে।বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x