জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে বাধা কাটল
ডেইলিইউকেবাংলা নিউজঃ বেশির ভাগ রাজনৈতিক দলের বিরোধিতার পরও জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী আনা হয়েছে।জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ায় অধ্যাদেশের মাধ্যমে আনা এই সংশোধনীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করেছেন।
আজ বুধবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।জয়নাল আবেদীন বলেন,আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন।সুতরাং এখন থেকে সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে।কয়েকদিনের মধ্যে আইন মন্ত্রণালয় সংশোধনী আনার জন্য গেজেট জারি করবে।
সম্প্রতি নির্বাচন কমিশনার মো.রফিকুল ইসলাম বলেন,ইভিএম ব্যবহারের জন্য যদি আমরা আইনি কাঠামো পাই তবে আমরা সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করব।এখন নির্বাচন কমিশনের যে প্রস্তুতি আছে তাতে করে খুব বেশি হলে ১০ শতাংশ আসনে ইভিএম ব্যবহার করা যাবে।এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নেই।এদিকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে চার নির্বাচন কমিশনসহ ইসি সচিব সাক্ষাৎ করবেন বঙ্গভবনে।নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই মূলত এই সাক্ষাৎ হবে বলে একাধিক নির্বাচন কমিশনার জানিয়েছেন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগের দিনই তিনি এ অধ্যাদেশ জারি করেছেন।অধ্যাদেশ জারি হওয়া মানেই এখন থেকে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আর কোনো বাধা থাকল না।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেড় লাখ ইভিএম কিনতে তিন হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক।গত ২৯ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ করে দিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন,যেহেতু দশম সংসদের শেষ অধিবেশন সোমবার সমাপ্ত হচ্ছে তাই আরপিও সংশোধন বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হবে।
সচিব আরো জানান,সংশোধন অনুযায়ী,ঋণ খেলাপিদের সংসদ নির্বাচনে প্রতিযোগিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হবে।বর্তমানে মনোনয়নপত্র সরাসরি জমা দেওয়ার যে পদ্ধতি রয়েছে তার পাশাপাশি অনলাইনেও জমা দেওয়া যাবে।এ ছাড়া ইভিএম ব্যবহার নিয়ে যেকোনো ধরনের উদ্বেগ নিরসনের ব্যবস্থা প্রস্তাবিত সংশোধনীতে রাখা হয়েছে।
গত ৩০ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের মুলতবি সভা চলাকালে ইভিএম নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।মাহবুব তালুকদারের সভা বর্জনের পরও সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে ইসি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)