সংলাপে গেলেও নৈশভোজে অংশ নেবে না জাতীয় ঐক্যফ্রন্ট

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিলেও নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রাত সাড়ে ৯টায় এ তথ্য জানান।তিনি বলেন,দেশের একটি সংকটকালে আলোচনার জন্য আমরা গণভবনে যাচ্ছি;রাতের খাবার গ্রহণের জন্য নয়।আমরা আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছি যে,তারা যেন রাতের খাবারের আয়োজন না করে।

জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড.কামাল হোসেন বলেন,যে সময়টা আছে,আমরা চাইছি,সে সময়টায় শুধু আলোচনা হোক।নৈশভোজে অংশ নিলে তো আলোচনায় ব্যাঘাত ঘটবে।এই কারণেই নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর কোনও কারণ নেই।সময় তো খুব মূল্যবান।

এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন,নৈশভোজে অংশ না নিলেও সংলাপে কোনও প্রভাব পড়বে না।জানা গেছে,বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেয় গণভবনে রাতের খাবার না গ্রহণের।এরপর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে বিষয়টি জানান।পরে আবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ফোন করে মোস্তফা মোহসীন মন্টুকে অনুরোধ জানান।এরপর মন্টু জানান যে,ফ্রন্টের সিদ্ধান্ত হয়েছে রাতের খাবারে অংশ না নেওয়ার।
মাহমুদুর রহমান মান্না বলেন,সংলাপ তো হবে দেশের ক্রাইসিস নিয়ে।আমরা চা খাবো।নৈশভোজে অংশ না নেওয়ার বিষয়টি কাদের সাহেবকে (ওবায়দুল কাদের) জানানো হয়েছে।ফ্রন্টের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়,বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপে গিয়ে নৈশভোজে অংশ নিতে অনীহা জানায়।এরপরই ফ্রন্টের শীর্ষনেতারা বিএনপির এই মনোভাবকে সমর্থন দিয়ে নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন,এ সিদ্ধান্ত বিএনপির হবে কেন,এটা ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x