বঙ্গভবনে ইসি প্রতিনিধিরা

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছেছেন চার কমিশনার ও সচিব।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০মিনিটে বঙ্গভবনে পৌঁছান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ কমিশনাররা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের জন্য বিকাল ৪টায় সময় নির্ধারিত রয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এর আগে জানিয়েছিলেন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শনিবার বেলা ৩টায় বৈঠকে বসবেন কমিশনের সদস্যরা। বৈঠকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে- আরপিও বিধিমালা সংক্রান্ত পর্যালোচনা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বিবিধ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x