প্রধানমন্ত্রী উদার বলেই সংলাপে বসছেন: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,সংলাপ সফল হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন।তাই তিনি আজ সংলাপে বসছেন।সব রাজনৈতিক দল এ সংলাপে অংশ নেবে।প্রধানমন্ত্রীর উদার দৃষ্টিভঙ্গি রয়েছে।তার উদার দৃষ্টিভঙ্গিকে সবাই শ্রদ্ধা করেন।সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এটি উপলব্ধি কবেন।তারা সংলাপের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সহায়তা করে আগামী নির্বাচনে আসবেন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জে নব নির্মিত এ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) তৃতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

নাসিম বলেন,আগামী নির্বাচন সংবিধান সম্মতভাবেই অনুষ্ঠিত হবে।সংলাপের মাধ্যমে তারা নির্বাচনে এসে জনগণের রায় গ্রহণ করবেন।সংবিধান সম্মত যে,পথ আছে সে পথেই সংবিধান সম্মত সংলাপ হবে।আমাদের সংবিধানে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।স্বাস্থ্যমন্ত্রী বলেন,এর আগে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি ভুল করেছে।এখন তারা সে ভুলের খেসারত দিচ্ছে।তারা সংলাপে অংশ নেবে।সফল সংলাপ শেষে নির্বাচনে এসে জনগণের রায় মেনে নেবে।

উদ্বোধন শেষে এ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ইডি প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল,গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বক্তব্য দেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী,গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিন,গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান,জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক,সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x