সংলাপে দেরি করেছেন মান্না, যোগ দেননি গয়েশ্বর
ডেইলিইউকেবাংলা নিউজঃ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যোগ দিতে গণভবনে দেরিতে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও গণভবনে মান্না পৌঁছান ৭টা ৮ মিনিটে।এদিকে প্রতিনিধি দলের আরেক সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পৌঁছতেও পারেননি।সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রয়েছে ক্ষমতাসীন জোটের ২৩ নেতা।অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টে ড.কামাল হোসেনের নেতৃত্বে রয়েছেন ২১ সদস্যের প্রতিনিধিদল।
সন্ধ্যা সাতটার সময় এই সংলাপ শুরুর কথা থাকলেও নেতারা আসতে থাকেন সাড়ে ছয়টার পর থেকেই।সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার,আব্দুল মঈন খান গণভবনে ঢোকেন।আওয়ামী লীগের তরফে যারা সংলাপে অংশ নেবেন তারাও একে একে গণভবনে আসতে থাকেন।শুরুর দিকেই মধ্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ,১৪ দলীয় জোটের শরিক জাসদের একাংশের সভাপতি মাইনুদ্দিন খান বাদল,প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে গণভবনে ঢুকতে দেখা যায়।তবে সাতটার আগে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দেয়া তালিকার ১৯ জন প্রবেশ করেন গণভবনে।কিন্তু বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ছিলেন না সেখানে।
ততক্ষণে শুরু হয় যায় আলোচিত সংলাপের আনুষ্ঠানিকতা।অতিথিদের আমন্ত্রণ জানিয়ে সূচনা বক্তব্য রাখেন শেখ হাসিনা।এর মধ্যে ৭টা ৮ মিনিটে গণভবনে গাড়ি নিয়ে আসেন মান্না।দেরি হলেও তাকে ঢুকতে বাধা দেয়নি কেউ।অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায়ের আর দেখা মেলেনি।গয়েশ্বর চন্দ্র রায় কেন সংলাপে যোগ দেননি-জানতে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করা হলেও তার কোনো সংযোগ পাওয়া যায়নি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)