সংলাপে যাননি মাহী
ডেইলিইউকেবাংলা নিউজঃ বিকল্পধারার স্থায়ী কমিটির সদস্য ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরী সংলাপে অংশ নেননি।এ বিষয়ে বিকল্পধারার প্রেসসচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘মাহী বি. চৌধুরী ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন। এ জন্য তিনি সংলাপে উপস্থিত থাকতে পারছেন না।’
সংলাপে অংশ নিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোট নেতা ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধিদল গণভবনে প্রবেশ করেন।এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বারিধারার বাসা থেকে গণভবনের উদ্দেশে রওনা হন তারা।সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভবনে যান জোটের ২১ নেতা।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)