ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল

ডেইলিইউকেবাংলা নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার ইসির সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পালনের সুবিধার্থে এবং সাংগঠনিক কাঠামো বহির্ভূত নির্বাচন কমিশনের অধীনস্ত আইডিয়া প্রকল্প এবং হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারি,প্রকল্প ও সরকারি পরিবহণ পুলের গাড়িচালক,প্রধান নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত স্টাফকে নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x