সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল না দিতে ইসিকে চিঠি ঐক্যফ্রন্টের

ডেইলিইউকেবাংলা নিউজঃ চলমান সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচনে কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ড.কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ড.কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আবেদন নির্বাচন কমিশন কার্যালয়ে দাখিল করা হয়।জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক আবেদনটি ইসিতে জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সংলাপের বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়,আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন।সেই প্রেক্ষাপটে আমরা মনে করি,তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া।এ জন্য সংলাপ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়।গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সংলাপ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।তবে এতে ‘তেমন কোনো’ সমাধান না পাওয়ায় আবারও সংলাপে বসতে চায় ঐক্যফ্রন্ট।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x