‘আমার কর্মকৌশল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ নেই’
ডেইলিইউকেবাংলা নিউজঃ হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বলেছেন,আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তিনি একথা বলেন।কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র ব্যানারে এই শোকরানা মাহফিল হয়।এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাহফিলে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার সদস্য মাওলানা মুফতি নুরুল আমিন।
লিখিত বক্তব্যে আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে বলা হয়,নিঃস্বার্থভাবে দীনের খেদমত করাই আমার একমাত্র তামান্না।আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই।রাজনৈতিক কোনও দলের সঙ্গে আমার বা হেফাজতে ইসলামের কোনও সম্পর্ক নেই।তাই আমার কোনও সিদ্ধান্ত ও কর্মকৌশলকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনও সুযোগ নেই।কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে।এ সময় তিনি ওলামাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)