প্রথম টেস্ট জিততে বাংলাদেশের চাই ৩২১

স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড নিয়ে খেলতে নামা সফরকারী দলটি দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৮১ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে এই লক্ষ্য দাঁড়িয়েছে।

আগের দিনের বিনা উইকেটে ১ রান নিয়ে জিম্বাবুয়ে সোমবার সকালে তৃতীয় দিনে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। দলীয় ১৯ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন ওপেনার ব্রায়ান চারি। ইনিংসের ১৯তম ওভারে এসে দলীয় ৪৭ রানে তাইজুলের বলে আউট হন ব্রেন্ডন টেলর (২৪)।এরপর তৃতীয় উইকেটে জুটি বাধেন মাসাকাদজা ও সিন উইলিয়ামস এই দুজন দলের হাল ধরলে দুই উইকেটে ৯১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে।বিরতি ভেঙে মাঠে এসে ১০১ রান পর্যন্ত যান মাসাকাদজা-উইলয়ামস জুটি।এরপরই শুরু হয় মিরাজ-তাইজুলের জাদু। দলীয় ১০১ রানে মাসাকাদজা আউট হলে এর ২৯ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মাসাকাদজা মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৪৮ রান।এরপর তাইজুল একে একে তুলে নেন সিন উইলিয়ামস (২০), সিকান্দার রাজা (২৫) ও পিটার মুরের (০) উইকেট।

সপ্তম রেগিস চাকাবা (২০) ও ওয়েলিংটন মাসাকাদজা (১৭) ফের প্রতিরোধের চেষ্টা করেন। সেই সুবাদে ৬ উইকেটে ১৬৫ রান নিয়ে বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি শেষে মাঠে নেমে আর ১৬ রান যোগ করতেই সফরকারীদের বাকি চার উইকেটের পতন হয়।আগের দুই সেশনে বোলিং নৈপুণ্য দেখানো তাইজুল-মিরাজের সঙ্গে এই সেশনে সাফল্যের দেখা পান নাজমুল ইসলাম অপুও।তাইজুল ৬২ রান খরচায় নেন ৫ উইকেট।এছাড়া মেহেদি হাসান মিরাজ তিনটি এবং নাজমুল ইসলাম অপু নেন দুটি উইকেট।এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান।জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা।

Leave a Reply

Developed by: TechLoge

x