তফসিল পেছানোর সিদ্ধান্ত এখনো হয়নি : ইসি সচিব

ডেইলিইউকেবাংলা নিউজঃ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ‘তারা (ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল) সংলাপের বিষয়টি জানিয়েছে। কমিশন বলেছে,আগামী বৃহ্স্পতিবার ৮ নভেম্বর কমিশনের সভা আছে। ওই সভায় ৭ নভেম্বরের সংলাপের বিষয়টি প্রতিফলিত হবে। তবে তফসিল পেছানো হবে কি-না,সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ইসি সচিব বলেন,কমিশন তাদের জানিয়েছে, সেনাবাহিনীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তফসিল ঘোষণার পর আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন,তারা (ঐক্যফ্রন্ট) ইভিএম ব্যবহার না করার কথা জানিয়েছে।কমিশন বলেছে,সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে।তবে কতটি কেন্দ্রে বা কোন কোন কেন্দ্রে ব্যবহার করা হবে তা চূড়ান্ত হয়নি।

হেলালুদ্দীন আহমেদ বলেন,পোলিং এজেন্টদের নিরাপত্তা ও নির্বাচনের ফল ঘোষণার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কমিশন একমত হয়েছে।এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম,কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আ স ম আব্দুর রব,মাহমুদুর রহমান মান্না,গয়েশ্বর চন্দ্র রায়,ডা.জাফরউল্লাহ চৌধুরী,বরকউল্লাহ বুলু,শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,নঈম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x