আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুক্রবার থেকে
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে আগামী শুক্রবার।ওইদিন সকাল ১০টা থেকে দলটির সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিটিতে বলা হয়,একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।আগামী ৯ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন (বাড়ি-৫১,সড়ক-৩/এ,ধানমণ্ডি আ/এ, ঢাকা) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)