পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

ডেইলিইউকেবাংলা নিউজঃ আজ বুধবার  পবিত্র আখেরি চাহার সোম্বা।হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হয়।১৪৪০ হিজরি সনের পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ওয়াজ ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আজ বন্ধ থাকবে।
ইসলামের সর্বশেষ,সর্বশ্রেষ্ঠ ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনে আখেরি চাহার সোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য।নবী করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন।ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার সোম্বা নামে অভিহিত করা হয়।ফারসি শব্দমালা আখেরি চাহার সোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার।রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন।তারা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন।তাই উম্মতে মুহাম্মদীর আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার সোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান,আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।ওয়াজ করবেন খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিয়া মোস্তাকিম।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x