ঘটনাবহুল ৭ নভেম্বর আজ

ডেইলিইউকেবাংলা নিউজঃ ঘটনাবহুল ও ঐতিহাসিক ৭ নভেম্বর আজ।ক্যু-পাল্টা ক্যুসহ নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন।বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।অন্যদিকে আওয়ামী লীগ দিবসটিকে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে থাকে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে ব্যানার-পোস্টার ও বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।বাণীতে তারা ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

অন্যদিকে দিনটি উপলক্ষে আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেয়নি।তবে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ বিকাল ৩টায় রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।এতে সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।এর অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে দলটির কেন্দ্রীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকতে দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।আগামীকাল বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা।এছাড়া ৭ নভেম্বর উপলক্ষে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং অঙ্গসংগঠনগুলো আলোচনা সভা,আলোকচিত্র প্রদর্শনী,রচনা প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x