‘এবার বিজয় দিবসে জাতীয় কুচকাওয়াজ হবে না

ডেইলিইউকেবাংলা নিউজঃ এবার ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে ঢাকার প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।তবে তিনি জানিয়েছেন,কুচকাওয়াজ ছাড়া বিজয় দিবসের অন্যান্য সব কর্মসূচি যথা নিয়মেই পালিত হবে।জাতীয় নির্বাহী পরিষদের (একনেক) বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন,নির্বাচনের কারণে এবার বিজয় দিবসে প্যারেড স্কয়ারে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।তবে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন।সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।এবছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নির্বাচনসহ বিভিন্ন কারণেই সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x