প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪ মন্ত্রী
ডেইলিইউকেবাংলা নিউজঃ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া চার টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পদত্যাগপত্র জমা দেওয়া টেকনোক্র্যাট মন্ত্রীরা বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবন গণভবনে দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে শেষে প্রধানমন্ত্রী চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেন এবং সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দেন।প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এখনও সেই পদত্যাগপত্রগুলো গ্রহণ করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে,পদত্যাগপত্র জমা দেওয়া চার মন্ত্রীর কেউই বুধবার সচিবালয়ে নিজ দফতরে আসেননি।তবে কোনও কোনও মন্ত্রী বাসায় বসেই ফাইল দেখেছেন।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে,পদত্যাগপত্রগুলো এখনও মন্ত্রিপরিষদ বিভাগে আসেনি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে বুধবার গাড়ির পতাকা নামিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ধর্মমন্ত্রী।তিনি প্রধানমন্ত্রীকে জানান,মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে তাকে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছিল।এরপর তিনি সেখানে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ কথা শুনে প্রধানমন্ত্রী কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন,এমন তো হওয়ার কথা ছিল না।পদত্যাগপত্র তো সরাসরি আমার কাছে দেওয়ার কথা।আপনি দায়িত্ব চালিয়ে যান।ডাক,টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার বেলা পৌনে ১২টায় এক ফেইসবুক পোস্টে লিখেছেন,আমরা চারজন এখনও আছি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)