আদালতে খালেদা জিয়া
ডেইলিইউকেবাংলা নিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার বিচার হবে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদালতে হাজির করা হয়েছে খালেদা জিয়াকে।আজ এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে।খালেদা জিয়াসহ হাজির হওয়া অন্যান্য আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হবে ঢাকার বিশেষ জজ আদালত-৯এ।গতকাল আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এই আদালতটি কারাগারে স্থানান্তর করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,ঢাকার বিশেষ জজ আদালত ৯ এ বিচারধীন বিশেষ মামলা নম্বর ১৬/২০০৮,যাহা তেজগাঁও থানার মামলা নম্বর ২০(১২)০৭,এর বিচার কার্যক্রম ঢাকা মহানগরের বকশি বাজার এলাকায় সাবেক কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হচ্ছে।বর্নিত মামলার বিচার কার্যক্রম চলাকালীন এলাকাটি জনাকীর্ণ থাকে বিধায় নিরাপত্তাজনিত কারণে এ মামলার বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের ১২৫ নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর প্রশাসনিক ভবনের কক্ষ নম্বর ৭ কে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হলো।এর আগে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে বসে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবির মামলাটি শুনছিলেন।এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারও অনুষ্ঠিত হয়েছে এই পুরাতন কারাগারের অস্থায়ী এজলাসে।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।মামলায় অভিযোগ করা হয়,ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ,সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন,তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম,সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন,বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো.শফিউর রহমান,ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন,বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)