সিইসির ভাষণ রেকর্ডিং শেষ

ডেইলিইউকেবাংলা নিউজঃ তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জাতির উদ্দেশে ভাষণের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ১টার পর এ রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় নির্বাচন কমিশনে।নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন,আজ দুপুর ১টার পর প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে তার ভাষণের রেকর্ডিং সম্পন্ন হয়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একসঙ্গে এই রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করে।এর আগে এই ভাষণসহ তফসিলের বিস্তারিত বিষয় অনুমোদন করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেসুর রহমান জানিয়েছেন,রেকর্ড করা ভাষণটি ১৫ মিনিটের মতো হবে।ভাসণটি রেকর্ডের সময় বিটিভি ও বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আসন্ন একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে সিইসির ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।বেসরকারি অন্যান্য টেলিভিশন ও রেডিওগুলো  রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থাগুলো থেকে এ ভাষণ একই সময়ে ধারণ করে প্রচার করবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x