তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর।

আজ ( বৃহস্পতিবার) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।তার ভাষণ বাংলাদেশ টেলিভশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হয়। এছাড়া বিটিভি থেকে এ ভাষণ সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন।মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর।নির্বাচন কমিশনার বলেন, সংলাপের মাধ্যমে পর্যবেক্ষক, ৪০টি রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংলাপে তাদের সুপারিশগুলো নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৭৫টি রাজনৈতিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচনের সামগ্রিক কাজ শেষ হয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে। নির্বাচনের জন্য ৭ লাখ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে যথা-প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন সার্বিক নির্বাচনের মনিটরিং করবে।তিনি আরও বলেন, প্রত্যেক দলকে একে অপরের সাথে সহনশীল আচরণ করতে হবে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসায় রূপ না নেই সে দিকে নজর রাখতে হবে।সিইসি বলেন, ভোটারও নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।তিনি আরও বলেন, স্বল্প পরিসরে শহরের বিভিন্নস্থানে ইভিএম প্রক্রিয়া ভোটগ্রহণ করা হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x