বিশ্বযুদ্ধের শহীদদের প্রতি ১০ দেশের শ্রদ্ধা

ডেইলিইউকেবাংলা নিউজঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানিয়েছেন ১০ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।শুক্রবার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানভের হোসেন বরের নেতৃত্বে ওইসব দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা স্মরণ সভায় অংশগ্রহণ করেন।হাই কমিশনার ও প্রতিনিধিগণ ময়নামতির যুদ্ধ সমাধির পশ্চিম পাশে অবস্থিত হলিক্রস পাদদেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন।এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে প্রার্থনা করেন ফাদার আলবারু।

এ সময় উপস্থিত ছিলেন,জার্মানের রাষ্ট্রদূত পিটার তাহরু হলতি,ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বাউরদিন,জাপানের রাষ্ট্রদূত হিরুইয়াসু ইজুমি,অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট,কানাডার রাষ্ট্রদূত বেনয়িট প্রিফনটেইন,শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিশান্তি ডি সিলভা, আমেরিকান দূতাবাসের প্রতিনিধি জুয়েল রিফম্যান,ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ব্রিগেডিয়ার জে এস চিমা প্রমুখ।

বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল তাবরেজ আহমেদ শামস চৌধুরী,এনডিসি-পিএসসি,কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম-বিপিএম (বার) পিপিএম।নিহত সৈনিকদের স্মরণ অনুষ্ঠান শেষে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন করেন এবং দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য,১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সৈনিককে ময়নামতির এ যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x