বিএনপি নির্বাচনে আসছে, কোনও সন্দেহ নেই: কাদের

ডেইলিইউকেবাংলা নিউজঃ বিএন‌পি নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে এ ব্যাপা‌রে কোনো স‌ন্দেহ নেই ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।শ‌নিবার সকা‌লে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এমন মন্তব্য ক‌রেন।নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী লীগ শি‌বি‌রে উৎসব থাক‌লেও বিএন‌পি‌তে কোনো উৎসব না থাকার বিষ‌য়ে প্রতি‌ক্রিয়া জান‌তে চাই‌লে কা‌দে‌র ব‌লেন,বি‌রোধী শি‌বি‌রে উৎসব কেন নেই তা জা‌নি না।ত‌বে তারা নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই,সংশয় নেই।আমরা আশাবাদী।

রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে ওবায়দুল কা‌দের ব‌লেন,এটা নির্বাচনী আই‌নের সুস্পষ্ট লঙ্ঘন।যে বক্তব্য গতকাল রাজশাহী‌তে দি‌য়ে‌ছে‌ সেই বক্তব্য তফ‌সিল ঘোষণার প‌রে কেউ দি‌তে পারে না।গ‌রম গরম ভাষণ আন্দোল‌নের কর্মসূ‌চি দেওয়া, নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পষ্ট লঙ্ঘন।ই‌সির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌তে চাইলে তিনদি‌নের ম‌ধ্যে ই‌সি‌কে জানা‌নোর বিষয়‌টি দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন,মেরুকরণ সমীকরণ চল‌ছে।আমরা সময় চাই‌বো।সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হা‌নিফ,জাহাঙ্গীর ক‌বির নানক,সাংগঠ‌নিক সম্পাদক এ‌কেএম এনামুল হক শামীম,খা‌লিদ মাহমুদ চৌধুরী,দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x