স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে মইনুল

ডেইলিইউকেবাংলা নিউজঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য মইনুলকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে তার রক্ত,ইসিজিসহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে।মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে।সকাল সাড়ে ১০টার পর মইনুল হোসনকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।একই সঙ্গে অন্য কোনো জেলায় স্থানান্তরের সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দেন আদালত।ব্যারিস্টার মইনুলের পক্ষে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো.ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য,সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।ওই মামলায় ২২ অক্টোবর সন্ধ্যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হন।পরে তাকে আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মইনুলের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে।এর মধ্যে ২০টি মানহানির মামলা এবং অপর দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x