আওয়ামী লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

ডেইলিইউকেবাংলা নিউজঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ রোববার দুপুর ২টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।মাশরাফির বাড়ি নড়াইল শহরে।নড়াইল-২ আসনের জন্য মাশরাফি মনোনয়নপত্র সংগ্রহ করেন।বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়নপত্র কিনতে পারেন,গতকাল শনিবার এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।

এদিকে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল,মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন।শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয়েছে।তিনি এখনো বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়।বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।শোনা যাচ্ছে, আগামী বছর মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন।গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম.নুরুল হুদা।তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x