প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি
ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি।শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বাংলাদেশি এ ক্রিকেট তারকা,এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।
ক্রিকেটের মাঠ থেকে এবার রাজনীতির মাঠে নাম লেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে নড়াইল-২ থেকে মনোনয়ন ফরম কিনছেন মাশরাফি। মাশরাফির মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, মাশরাফি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন আগামীকাল মনোনয়ন ফরম কিনছেন।
চলতি বছরের মে মাসে মাশরাফির রাজনীতিতে আসার খবরটি সামনে আসে।গত ২৯ মে একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন,নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি।তবে কোন দলের হয়ে মাশরাফি রাজনীতিতে আসছেন সে খবরটি তখনও প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য,৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে।নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর।যাচাই বাছাই ২২ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর।এছাড়া ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।
দলীয় সূত্র জানায়,গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার ৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার জন্য নির্বাচনী কার্যালয়ের সব প্রস্ততি সম্পন্ন।এজন্য অফিস নতুনভাবে সাজানো হয়েছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)