‘সামনে বিশ্বকাপ আছে,তুমি খেলা চালিয়ে যাও: প্রধানমন্ত্রী

ডেইলিইউকেবাংলা নিউজঃ বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলছেন বলে যে গুঞ্জন উঠেছিলি দলটির থেকে,সেই গুঞ্জনে এবার পানি ঢাললেন দলটির সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১০ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান যে,প্রধানমন্ত্রী সাকিবকে আসন্ন বিশ্বকাপের কথা বিবেচনা করে খেলা চালিয়ে যেতে বলেছেন।

আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার দুপুরে জানান,বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন।তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, আগামীকাল (রবিবার) মনোনয়ন ফরম তুলবেন তারা।’

নড়াইল থেকে মাশরাফি এবং মাগুরা থেকে সাকিব নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে রাতে সাকিব গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।গণভবনের ওই কর্মকর্তা জানান যে,প্রধানমন্ত্রী তাকে বলেছেন,সামনে বিশ্বকাপ আছে।তুমি খেলা চালিয়ে যাও’।

তাৎক্ষনিকভাবে সাকিবের কোন মন্তব্য পাওয়া না গেলেও ওই কর্মকর্তা জানান যে,আজ রবিবার মাশরাফি বিন মর্তুজা নড়াইলের হয়ে মনোয়ন ফরম সংগ্রহ করতে পারেন।বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।ধানমণ্ডির কার্যালয়ে এই কার্যক্রম চলছে।মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যেই জড়িয়েছেন। ২০১৭ সালে তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান।এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x