নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার: সিইসি

ডেইলিইউকেবাংলা নিউজঃ নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।আজ রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন,সেটা আমি এখন বলতে পারব না।কমিশনের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাতে পারব।এগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। আমাদের সঙ্গে কথা হয়নি এ সব নিয়ে।

সরকারি দল এক সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি করেছে- এ দাবির বিষয়ে সিইসি বলেন,সেই খবর পাইনি।আগামীকাল (সোমবার) বলা যাবে কমিশন সভার পর সিদ্ধান্ত জানা যাবে।বর্তমান কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে সিইসি বলেন,অবশ্যই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।কিন্তু এটা কবে কখন কি হবে,বা পেছানোর বিষয়ে এ সব বিষয়ে কিছুই বলতে পারব না।কারও সঙ্গে কিছু বলিনি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x