আ’লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাতীয় পার্টি: জিএম কাদের
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাতীয় পার্টি।দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে।তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন।জিএম কাদের বলেন,এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে।জি এম কাদের বলেন,আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি।আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।
তিনি বলেন,আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি,জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।জি এম কাদের বলেন,আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়,এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি।তবে আমরা সম্মানজনক আসন চাইছি।এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন- জানতে চাইলে জি এম কাদের বলেন,আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)