জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর সময় বাড়াল ইসি

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার তথ্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে জানানোর জন্য বলা হয়েছে।ইসি সূত্রে জানা যায়,গতকাল ১১ নভেম্বর রোববার জোটবদ্ধ নির্বাচন করলে সে তথ্য জানানোর শেষ দিন ছিল।তবে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট জাতীয় নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিল।এ জন্য ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়েছে।তাই জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর সময়ও বাড়ানো হয়েছে।ইসি সূত্রটি জানায়, সোমবার রাতেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সময় বাড়ানো বিষয়ে চিঠি চলে যাবে। আগামীকাল ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এ তথ্য ইসিকে জানাতে হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x