‘৪ কোটি মানুষকে কর দেওয়া উচিত’
ডেইলিইউকেবাংলা নিউজঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,দেশের চার কোটি মানুষের কর দেয়া উচিত।বর্তমানে দিচ্ছে মাত্র ৩০ লাখের মতো মানুষ।তিনি বলেন,বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরও বাড়ানো সম্ভব।মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন,দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।এ জন্য আয়কর জমা নিশ্চিত করতে হবে।করের টাকায় দেশের উন্নয়ন করা হবে।মানুষের ভাগ্যোন্নয়নে উদ্যোগ নেয়া হবে।তিনি বলেন,বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরও বাড়ানো সম্ভব হবে।এতে করে জনগণের জীবনমানের উন্নয়ন হবে।এনবিআর চেয়ারম্যান মো.মোশাররাফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।উল্লেখ্য,প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকেবে।আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।শুধু ঢাকা নয়,সারা দেশের প্রতিটি বিভাগীয় শহরে এ মেলা শুরু হয়েছে।বিভিন্ন বুথে স্বাচ্ছন্দ্যে কর দিতে পারবেন সাধারণ মানুষ।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)