গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের সৌজন্য সাক্ষাৎ
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রতাশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন।
বুধবার সকালে গণভবনে যান তারা। সেখানে তাদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।এদিন সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। তখন সেখানে থাকা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সবাইকে গণভবনে যেতে বলেন।
প্রসঙ্গত, বুধবার সকালে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের কথা ছিল। কিন্তু মনোনয়ন প্রত্যাশীরা সংখ্যায় বেশি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকায় তাদের ধানমন্ডি থেকে গণভবনে ডেকে নেওয়া হয়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)