‘সব প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে’

ডেইলিইউকেবাংলা নিউজঃ রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন,আপনাদের অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।সব প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।সব প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালন শীর্ষক এক কর্মশালায় সিইসি এসব নির্দেশনা দেন।

তিনি বলেন,আইনগতভাবে যেন কেউ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়,কেউ যেন অতিরিক্ত সুযোগ-সুবিধা না পায়,সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন পার পেয়ে না যায়,সেই দিকেও কঠোরভাবে নজর রাখতে হবে।সিইসি বলেন, নির্বাচন পরিচালনার কেন্দ্রে আপনারা অবস্থান করবেন,তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি।নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।কে এম নূরুল হুদা বলেন,পরিপত্র,আদেশ,চিঠি এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওপর ভিত্তি করেই যেন নির্বাচন পরিচালিত হয়,সেটি আপনাদের আয়ত্ত করতে হবে।অন্যদের মধ্যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক অনুষ্ঠানে বক্তব্য দেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x