৪০তম বিসিএসে আবেদনের রেকর্ড

ডেইলিইউকেবাংলা নিউজঃ ৪০তম বিসিএসে আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে।যা প্রায় মালদ্বীপের জনসংখ্যার সমান।আজ বৃহস্পতিবার এই বিসিএসে আবেদনের শেষ দিন ছিল।যেখানে আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার।ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান,৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন।কিন্তু,এবার এর চেয়ে ১ লাখ বেশি প্রার্থী আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।আর এটা হবে বিসিএসে আবেদনের সংখ্যায় রেকর্ড।

এদিকে মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৪ লাখ ২ হাজার ৫৯ জন।যেখানে দেখা যায় ৪০তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা প্রায় মালদ্বীপের জনসংখ্যার সমান।গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।আর আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।এবারের মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।প্রশাসনে ২শ, পুলিশে ৭২,পররাষ্ট্রে ২৫,করে ২৪,শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮শ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x