দু-তিন দিনের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে: ওবায়দুল কাদের

ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন আগামী দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন,দুই-তিনদিনের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে।এক সপ্তাহের মধ্যে অ্যালায়েন্সের (জোট) সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে।আমাদের বিশ্বাস বিজয়ের মাসে আওয়ামী লীগের বিজয় হবে। ’

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন,জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।হারের রিস্ক আমরা নেবো না।কারণ আমরা আমাদের প্রতিপক্ষকে এতো দুর্বল মনে করছি না।

তিনি বলেন,আমাদের নির্বাচনি প্রস্তুতি প্রায় শেষ।দেশি-বিদেশি সব সমীক্ষা ও জরিপে শেখ হাসিনা জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন।এই মুহূর্তে সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে।আমি পাঁচ-ছয়টি জরিপ রিপোর্ট স্টাডি করেছি।এই জরিপ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়েই করেনি,আমাদের যারা প্রতিপক্ষ তাদের অবস্থান নিয়েও জরিপ করা হয়েছে।আমরা যেসব জায়গায় পিছিয়েছি,সেসব নির্বাচনি এলাকাতেও আমরা গেছি।বিএনপির উদ্দেশে তিনি বলেন,পুলিশ কোনও প্রকার হস্তক্ষেপ করছে না যাতে নির্বাচনটা ভালোভাবে হয়।দেশের মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন এজন্য সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি।তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x