সেনাবাহিনী থাকবে, তবে প্রতি কেন্দ্রে না: মাহবুব তালুকদার

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহমবুব তালুকদার।তিনি বলেছেন,এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে,সব নির্বাচনে সেনা মোতায়েন ছিল।এবার আমরা অতীতের সেনা মোতায়েনের ফলাফল বিশ্লেষণ করে সেনাবাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে তা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করবো।সেই আলোচনা এখনো হয়নি। তবে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা আমাদের পক্ষে সম্ভব হবে না।একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার,সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেছেন,সেনাবাহিনীকে এমন জায়গায় রাখা হবে,যেখানে সেনাবাহিনীর উপস্থিতির দরকার হবে সেখান থেকে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছাতে পারবে।তাতে সেনাবাহিনীর পার্টিসিপেশন আগের চেয়েও বাস্তবসম্মত হবে এবং জনগণের প্রত্যাশা বা আস্থা অর্জনে সক্ষম হবো।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নির্বাচনতো একধাপ পেছানো হয়েছে।আর পেছানো সম্ভব হবে না।কারণ ১১/১২ জানুয়ারী বিশ্ব ইজতেমা দু’দাপে শুরু হবে।এছাড়াও কতগুলো বাস্তব অসুবিধা আছে।আবার কতগুলো প্রশাসনিক অসুবিধা আছে।আবার সাংবিধানিক কিছু অসুবিধাও দেখা দিয়েছে।কাজে নির্বাচন কমিশন ঘোষিত ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে,এটাই নির্বাচন কমিশনের ফাইনাল ডিসিশন।বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, বিএনপির মহাসচিবের সাথে কথা হয়েছে।তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে।তালিকা দিলে পদক্ষেপ নেয়া হবে।

অবাধ নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন সুষ্ঠু,অবাধ,গ্রহণযোগ্য ও অংশীদারমূলক হবে।এই নির্বাচনের মাধ্যমে সমগ্র জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।শুক্রবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান,ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন,র্যাব ও বিজিবি প্রতিনিধিসহ সকল রিটার্নিং অফিসার,জেলা ও উপজেলা নির্বাচন অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের পরিবেশ ও আইনশৃংখলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x