তারেক রহমান কেন নির্বাচন প্রক্রিয়ায়, ইসিকে প্রশ্ন ওবায়দুল কাদেরের

ডেইলিইউকেবাংলা নিউজঃ সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন তার আইনগত দিক খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ আদর্শগত কোনও জোট করছে না।যে জোট করছে তা হচ্ছে কৌশলগত।এবারের সংসদ নির্বাচনে জোটগতভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।আগামী ৪/৫ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।তবে জাতীয় পার্টি নির্বাচন করবেন লাঙল প্রতীক নিয়ে।১৪ দলের নতুন শরিক যুক্তফ্রন্ট কোন প্রতীকে নির্বাচন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।তবে আমরা চাই তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করুক।বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।তিনি আরও বলেন,আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহারের মূল বিষয় হবে গ্রামকে শহর বানানোর কার্যক্রম।এটিকে প্রাধান্য দিয়েই ইশতেহার তৈরি হচ্ছে,যা হয়তো প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে তুলে ধরবেন।বর্তমান সরকারের বেশিরভাগ মন্ত্রী ও এমপি এবারের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হবেন না।
কারণ বিশ্লেষণ করে তিনি বলেন,গত ছয় মাস আগেও যারা এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছেন তারা মনোনয়ন পাবেন।তবে এবার মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নতুন মুখও থাকবে।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া আওয়ামী লীগের অর্থমন্ত্রী থাকলেও তার ছেলে রেজা কিবরিয়া কখনোই আমাদের ছিলেন না,আওয়ামী লীগের ছিলেন না।তিনি যদি এখন ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না।নির্বাচনে বিজয়ের ব্যাপারে আওয়ামী লীগ একশভাগ আশাবাদী বলেও জানান তিনি। তিনি বলেন,পৃথিবীর কোথাও কোনও নির্বাচনে শতভাগ নিরপেক্ষ ভোট হয় না।এমনকি আমেরিকায়ও নয়।তবে বাংলাদেশে এ বছর সাউথ এশিয়া স্ট্যান্ডার্ড নির্বাচন হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x