গণফোরামে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা
ডেইলিইউকেবাংলা নিউজঃ সামরিক বাহিনীর দশজন সাবেক কর্মকর্তা যোগ দিয়েছেন ড.কামাল হোসেনের গণফোরামে।সোমবার মতিঝিলে ড.কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হয়ে দলটির কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা গণফোরামে যোগ দেন।গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গণফোরামে যোগ দেওয়া সাবেক সামরিক কর্মকর্তারা হলেন– লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর,লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী,লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো.শহিদুল্লাহ,লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন,মেজর (অব.) মাসুদুল হাসান,মেজর (অব.) মো. ইমরান,মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী,স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান,স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ,স্কোয়াড্রন লিডার (অব.) মো.মাহমুদ।
ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় থেকে সাবেক সামরিক কর্মকর্তাদের গণফোরামে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সাবেক ১০ সামরিক কর্মকর্তা গণফোরামে যোগ দিয়েছেন।আনন্দের বিষয়,গত কয়েকদিনে গণফোরামে বেশ কিছু নতুন সদস্য যোগ দিয়েছেন।তারা গণফোরামের ফরমও পূরণ করেছেন।আমরা কাউকে ডাকিনি,তারা নিজেরাই এসেছেন।আর কেউ গণফোরামে যোগদান করবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে ড.কামাল বলেন,আমাদের কাউকে ডাকার ইচ্ছা নেই,যারা আসতে চান আসবেন।’
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)