‘জেগে উঠেছে জাতীয় পার্টি’
ডেইলিইউকেবাংলা নিউজঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে।ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে।জাতীয় পার্টি আবার জেগে উঠেছে।দলের স্বার্থে তিনি যাকে মনোনয়ন দেবেন, সে-ই মনোনয়ন পাবেন।এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করার ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।এরশাদ বলেন,এবার জাতীয় পার্টির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে।এটা আমার পার্টির জন্য, আমাদের সবার জন্য সুখবর।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,আমি ৩০০ আসনে প্রার্থীদের যাচাই-বাছাই করেছি।এখানে আর কারো কোনো দায়িত্ব নেই।অন্যদের জবাবদিহি করতে হবে না।আমি দেখতে চাই,৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।
এরশাদ বলেন,এ পার্টির জন্য আমার চেয়ে বেশি দুঃখ-কষ্ট কেউ সহ্য করে নাই।এখনো মামলা আছে আমার,একটা দিনও মুক্ত মানুষ ছিলাম না।এখনো নই।এ সময় দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন,তরুণরাই পার্টিকে এগিয়ে নেবে।’ এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,পরিকল্পনা অনুযায়ী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)