মুক্তি পেলেন শহিদুল আলম

ডেইলিইউকেবাংলা নিউজঃ কারাগার থেকে মুক্তি পেয়েছেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলম।মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট।জামিনের কপি কারাগারে পৌঁছে দেন শহিদুলের আইনজীবী।

নিরাপদ সড়কের দাবিতে গত ৩ ও ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষ হয়।এসময় বেশ কয়েকবার ফেসবুক লাইভে সংঘর্ষ নিয়ে কথা বলেন শহিদুল আলম।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনা করেন।এরপর ৫ আগস্ট শহিদুল আলমকে তার বাসা নিয়ে থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।রাতে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়।মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x