নির্বাচনের আগে ওয়াজ মাহফিলে ইসির না

ডেইলিইউকেবাংলা নিউজঃ আগামী ৩০ ডিসেম্বরের আগে ওয়াজ মাহফিল আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।তবে একান্ত প্রয়োজনে এ ধরণের মাহফিল আয়োজন করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনাটি দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।নির্দেশনায় বলা হয়েছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত পুনঃনির্ধারিত সময়সূচী অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই সময়ে কোনো ধর্মীয় সভা,ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনো তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন/পুলিশ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সভা/ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।তবে যেসব ধর্মীয় সভা/ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে আয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে আয়োজন করতে হবে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x