বিএনপি সংঘাতে উস্কানি ও গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে : ওবায়দুল কাদের
ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে।দলটির নেতারা ক্রমাগত আক্রমণাত্মক ভাষায় কথা বলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।রাজধানীর একটি হোটেলে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনার শেষে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন,ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানাকড়িও দাম নেই।সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে।ড.কামালদের শুধু ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন,আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি জামায়াতকে ব্যবহার করবে।বিএনপি-জামায়াতের বন্ধুত্ব থাকবেই।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তথা আরপিওতে কাভার না করায়,এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।ওবায়দুল কাদের বলেন,মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কোনও সত্যতা নেই।জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হচ্ছে।জয়ী হতে পারবে,এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।এক্ষেত্রে কোনও আপসের সুযোগ নেই।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)