ডিআইজি পদে ৪ কর্মকর্তার পদোন্নতি
ডেইলিইউকেবাংলা নিউজঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো.আবদুল বাতেন,ডিএমপির যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ,ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মো.মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব মো.কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়।এতে বলা হয়,পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)