আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে: ওবায়দুল কাদের

ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,ইতিমধ্যে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা শেষ হয়েছে।সব মিলিয়ে আমরা আশা করছি বিপুল ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করব।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাশকতা করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন,তারা তো এমন আগেও করেছে।বুড়িগঙ্গা নদী থেকে যশোরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লাশ উদ্ধারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন,তাদের দলেও তো অনেক মনোনয়ন প্রত্যাশী আছেন।এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল থেকে হতে পারে।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x