ইসির নির্দেশনা ব্যতিত কাউকে গ্রেফতার করা হচ্ছে না : সিইসি
ডেইলিইউকেবাংলা নিউজঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) কথা মতো চলছে।তফসিল ঘোষণার পর ইসির কথার বাইরে কাউকে গ্রেফতার করা হয়নি।
শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মেজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমতল ক্রীড়াভূমি) বজায় রয়েছে।সেটি থাকবে।সিইসি বলেন,আমাদের কথা পুলিশ মান্য করে।আমাদের কথার বাইরে গিয়ে বিনা কারণে কাউকে গ্রেফতার করে না।আইন মতো যেভাবে আমাদের যাওয়া দরকার,আমরা সেভাবে যাচ্ছি।নির্বাচনের সময়টায় পুলিশকে ইসি নিয়ন্ত্রণে রাখতে পারবেন কি না,এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিয়ন্ত্রণে আছে,সেদিনও আমরা পুলিশ… সব পুলিশকে ডেকেছি।তারা আসছে না? আমাদের নির্দেশনা তারা নিয়েছে এবং আমাদের নির্দেশনায় তারা কাজ করবে,কথা দিয়েছে।এখন পর্যন্ত তারা সেটা করে যাচ্ছে।
এর আগে দেশের বিভিন্ন জেলার মেজিস্ট্রেটদের নিয়ে সিইসির উপস্থিতিতে বৈঠক করে নির্বাচন কমিশন।নির্বাচন সামনে রেখে তাদের নানা দিক নির্দেশনা দেয়া হয়েছে বৈঠকে।এদিন ঢাকা,ময়মনসিংহ,কুমিল্লা,নারায়নগঞ্জ,গাজীপুর,কিশোরগঞ্জ,শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দিয়েছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের প্রথম দিন আজ।তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন।বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার,মো.রফিকুল ইসলাম,কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)