গণফোরামে যোগ দিচ্ছেন আ’লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী সাইয়িদ
ডেইলিইউকেবাংলা নিউজঃ আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গণফোরামে যোগ দেবেন।এরই মধ্যে তিনি ড. কামালের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।গণফোরামের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারেন।আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিতে যাচ্ছেন বলে তার নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে।এসব বিষয় নিয়ে, গণফোরামের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট জগলুল আফ্রিদ বলেন,অধ্যাপক আবু সাইয়িদ ড.কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন।খুব শিগগিরি তিনি গণফোরামে যোগ দেবেন।এদিকে,গতকাল রবিবার আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া,সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)