২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের কপি হাইকোর্টে

ডেইলিইউকেবাংলা নিউজঃ একুশে আগস্ট গ্রেনেড হামলার দুই মামলার রায়ের সার্টিফায়েড কপি ৩৭ হাজার ৩৮৫ পাতার নথি পাঠানো হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার দুপুরের পর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়।ট্রাইব্যুনাল সূত্রে একথা জানা গেছে।হাইকোর্টে পাঠানো নথির মধ্যে রয়েছে এ ঘটনার হত্যা মামলার ৩৬৯ পাতার মূল রায়ের কপি,বিস্ফোরক আইনের মামলার ৩৫৬ পাতার মূল রায়ের কপি,রাষ্ট্রপক্ষ,আসামিপক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা,তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দি,যুক্তিতর্ক,আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তি, ট্রাইব্যুনালে দেওয়া আসামি ও রাষ্ট্রপক্ষের হাজিরা ও দরখাস্তের সার্টিফাইড কপিসহ রয়েছে।গত ১০ অক্টোবর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন মামলা দুইটিতে রায় ঘোষণা করেন।রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামির মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x