হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীরা হলফনামায় সম্পদের মিথ্যা ও ভুল তথ্য দিলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এছাড়া,নির্বাচন কমিশনে প্রার্থী ও পরিবারের সদস্যদের জমা দেওয়া সম্পদ বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) থাকা তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হবে।তবে সব প্রক্রিয়াই হবে নির্বাচনের পর।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।দুদক চেয়ারম্যান বলেন,দুর্নীতি আছে সত্য।তবে দেশের অনেক উন্নতি হয়েছে।মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়।এ লক্ষ্যেই দুদক কাজ করছে।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)